স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার জনপ্রিয় ফেসবুক গ্রুপ “প্রিয় শহর চুয়াডাঙ্গা” এবং “মানবিক ফাউন্ডেশন” এর যৌথ উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ভিডিও কনটেস্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এক জমকালো পরিবেশে। গত ৯ জুন সকালে, চুয়াডাঙ্গার ফ্যান্টাসি কমপ্লেক্সে অনুষ্ঠিত এই আয়োজন ছিল প্রাণবন্ত ও উৎসবমু
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলার তরুণ সমাজের পরিচিত মুখ এবং ফেসবুক গ্রুপের সক্রিয় সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব রাজ, আব্দুল্লাহ, সবুজ রানা সবুজ, মোহাম্মদ মামুন, রিংকু, হাকিম, ওয়াসিম, সিফাত, বোরহান, সাব্বির, নাইম, তানভির, তাসনিম, রুবেল, শোয়েব, রিয়েল, ফারহান, শাহিন, দিয়া, দীপ্তি, লাবন্য, খাদিজা, সুরাইয়া, জাহিদা, তুলি প্রমুখ।
সবাই মিলে এক আনন্দঘন পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং অতীতের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। বিশেষ আকর্ষণ ছিল ভিডিও কনটেস্টের পুরস্কার বিতরণ পর্ব। আয়োজকদের পক্ষ থেকে অতিথিরা সেরা ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানটি আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হলো এবং ফেসবুকভিত্তিক সমাজসেবামূলক কার্যক্রমের প্রতি মানুষের আস্থা ও আগ্রহ আরও বেড়েছে। সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন সৃজনশীল ও সমাজমুখী আয়োজন অব্যাহত থাকবে।
প্রিয় শহর চুয়াডাঙ্গা ও মানবিক ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও ভিডিও কনটেস্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
