আলমডাঙ্গায় এসএমজে ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আলমডাঙ্গা অফিস
পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানো এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকাল ১০ টায় আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে মিরাজুল ইসলামের সঞ্চালনা ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মতিউর রহমান স্বাধীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এ থানা জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান সোহেল, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: টিপু সুলতান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান বিজু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কাইয়ুম উদ্দীন হিরোক, ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুষ্ঠানে জি.এ জামায়াতের সেক্রেটারি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো। যা আগামীর সুস্থ ও স্বাভাবিক চুয়াডাঙ্গা বিনির্মানে সহায়ক হবেন। ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান বলেন,” আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা বন্ধ করার বিষয়ে সোচ্চার হওয়া জরুরী।” এসময় তিনি ছাত্র-শিক্ষক,কৃষক-শ্রমিক সকলকে বৃক্ষরোপণ করার আহবান জানান। কর্মসূচির আওতায় বিদ্যালয় প্রাঙ্গণ, রাস্তার পাশ ও বিভিন্ন জনসাধারণের চলাচলের স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক চারা রোপণ করা হবে। ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক মতিউর রহমান স্বাধীন বলেন, “ভৌগলিকভাবে বাংলাদেশের এবং বাংলাদেশে চুয়াডাঙ্গার অবস্থান এমন, যেখানে গ্রীষ্মে প্রচন্ড গরমে মানুষের নাভিশ্বাস হয় অন্যদিকে শীতের তীব্রতায় জনজীবন বিঘ্নিত হয় তাই এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে চাই। কেবল গাছ লাগানো নয়, বরং সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করা হব
এ সময় আরও উপস্থিত ছিলেন শাওন হোসেন রুমন,তাসনিম, হুসাইনসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে, এবং বিভিন্ন অঞ্চলে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ চালিয়ে যাওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *