আলমডাঙ্গা অফিস
পতাকা উত্তোলনের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর নারায়ণপুর দরবার শরীফে সুফি সাধক হযরত বাবা আব্দুল গনি ওয়াইফ (রহ.)-এর ১৮তম বার্ষিক ফাতেহা শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে দরবার শরীফ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের শুভ সূচনা করা হয়
দরবার শরীফের সেক্রেটারি মোহাম্মদ খোয়াজ মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি ও দরবার পরিচালনা কমিটির সভাপতি আলম শাহ।
প্রধান অতিথির বক্তব্যে আলম শাহ বলেন, “হযরত বাবা আব্দুল গনি ওয়াইফ (রহ.) ছিলেন এক মহান আধ্যাত্মিক সাধক, যিনি সারা জীবন মানবতা, শান্তি ও সত্যের পথ দেখিয়েছেন। তাঁর ত্যাগ, সাধনা ও আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত হয়েছে। তাঁর রেখে যাওয়া আদর্শ আজও আমাদের চলার পথের আলো হয়ে আছে।
তিনি আরও বলেন,“এই দরবার শরীফ শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, এটি এক আত্মিক প্রশান্তির স্থান। এখান থেকে মানুষ আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের অনুপ্রেরণা পায়। ফাতেহা শরীফের মাধ্যমে আমরা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি সমাজে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিচ্ছি।”
বিশেষ অতিথি ছিলেন- বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, জামজামি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক মিয়া, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম, জামজামি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আজলুল রহমান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি একলাছুর রহমান ও সেক্রেটারি মো. তাহাজ উদ্দিন, বেলগাছি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাহাঙ্গির আলম এবং আব্দুল হামিদ মাস্টার।
অনুষ্ঠানে জামজামি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শ্রীনগর নারায়ণপুর দরবার শরীফের ভক্ত, আশেকান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। ফাতেহা শরীফ উপলক্ষে দরবার শরীফ চত্বরে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আলমডাঙ্গায় সুফি হযরত বাবা আব্দুল গনি (রহ)-এর দুইদিন ব্যাপি ফাতেহা শরীফ শুরু
