আজকের চুয়াডাঙ্গা ডেস্ক
ফিফা থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে। এই অর্জন জর্দানের ত্রিদেশীয় টুর্নামেন্টেরই স্বীকৃতি। ১০৯৯.৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১২৮ নম্বরে। যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের মার্চে বাংলাদেশের অবস্থান ছিল ১২৭। জর্দানে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরুর সময় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩ নম্বরে। সেখানে র্যাংকিংয়ে এগিয়ে থাকা জর্দান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচ ড্র করেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমরা। টুর্নামেন্ট শুরুর সময় বাংলাদেশের থেকে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে ছিল ইন্দোনেশিয়া ও জর্ডান। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। আর পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ২-২ ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে ড্র করায় কপাল পুড়েছে তাদের। এক ধাপ করে পিছিয়েছে দুই দলই। ইন্দোনেশিয়ার ৯৫ র্যাংকিংয়ের বিপরীতে জর্ডানের ৭৫। নারী ফুটবলের শীর্ষে যথারীতি আছে যুক্তরাষ্ট্র। তাদের পরের দুই স্থানেও অবশ্য কোনো পরিবর্তন নেই। দুই ও তিনে আছে স্পেন ও জার্মনি।