ইসরায়েলি হামলায় আরো ১২০ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় আরও ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া সাড়ে তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্ষুধার্ত ত্রাণপ্রত্যাশীও রয়েছেন। এতে করে গাজায় ইসরায়েলি বর্বরতায় মোট নিহতের সংখ্যা সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও বিমান হামলায় ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অনেকেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫৫ হাজার পেরিয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকাল থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ৫৭ জন নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছেন অন্তত ৩৬৩ জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামের একটি বিতর্কিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। বিতরণকেন্দ্রগুলো গাজায় ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত এবং সেখানেই বারবার হামলার ঘটনা ঘটছে।

গাজার সরকারি মিডিয়া অফিস অভিযোগ তুলেছে যে, ইসরায়েল গাজায় ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া, অভুক্ত মানুষদের ওপর গুলি চালিয়ে ও খাদ্য অবরোধ দিয়ে অনাহারে মারার কৌশল নিচ্ছে তারা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *