দর্শনা ট্রাক ও ট্যাংলরি ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সাইফুল ইসলাম সভাপতি ও আবু সাঈদ সাধারণ সম্পাদক নির্বাচিত

দর্শনা অফিস
দর্শনা শাখা কার্যালয়ের চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালোটের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। কড়া পুলিশি নিরাপত্তা ও উৎসব মূখর পরিবেশে ভোটাররা ভোটাধীকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু সাঈদ। কমিটির ১৩টি পদের বিপরিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ২২ জন। দর্শনা শাখা কার্যালয়ে ৩টি বুথে ২৭৫ ভোটের মধ্যে পোল হয়েছে ২৬
দর্শনা থানার আওতাধীন দর্শনা পৌরসভা, কুড়লগাছি, পারকৃষ্ণপুর-মদনা, বেগমপুর, তিতুদহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন এলাকা নিয়ে গঠিত দর্শনা শাখা। এ নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম (বাইসাইকেল) প্রতীকে ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক সভাপতি ইসরাইল হোসেন হাবু )হাতুড়ি) ৮৬ ও মোতালেব হোসেন (টায়ার) প্রতীকে পেয়েছেন ২৬ ভোট। সহসভাপতি দুটি পদের বিপরিতে প্রার্থী ছিলেন ৩ জন। এদের মধ্যে হুমায়ুন কবীর (মাছ) প্রতীকে ১৪৭ ও মোশারেফ জোয়ার্দ্দার (হাতি) প্রতীকে ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের একমাত্রি নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজল আহমেদ আব্বাস (দেয়ালঘড়ি) প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদে আবু সাঈদ (ট্রাক) প্রতীকে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক সাধারণ সম্পাদক মজিবুল আলম বকুল (কুড়েঘর) প্রতীকে ৬৬ ও সাজাহান আলী (আনারস) প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট। যুগ্নসম্পাদক পদে ইকবাল হোসেন শিপন (দোয়াত-কলম) প্রতীকে ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু সাঈদ (রিকসা) প্রতীকে পেয়েছেন ৪৪ ভোট। সহসম্পাদক পদে আসলাম আলী (ফুটবল) প্রতীকে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারুল ইসলাম (মই) প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট। সাংগঠনিরক সম্পাদক পদে আব্দুল জলিল (গোলাপফুল) প্রতীকে ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি ফিরোজ আলী (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৬৩ ভোট। প্রচার সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ছানোয়ার হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে প্রার্থ প্রতীম শিকদার (মোবাইল) প্রতীকে ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বি ফেরদৌস হোসেন (কলস) প্রতীকে পেয়েছেন ৫৪ ভোট। এ ছাড়া ৪ জন কার্যনির্বাহী সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহীন আলম রকি, সাহেব আলী, জীবন হোসেন ও নাজমুল হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *