দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে করোনা আতংকে সতর্কতা

দর্শনা অফিস
বাংলাদেশ-ভারত সীমান্তের অন্যতম প্রধান প্রবেশদ্বার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট। করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট ও সংক্রমন ছড়িয়ে পড়ার সম্ভাবনায় বিজিবি-কাস্টমস ও ইমিগ্রেশন সতর্কতা অবলম্বন করে পাসপোর্ট যাত্রী ও তাদের কাগজপত্র সহ ব্যাগ ব্যাগেজ তল্লাশির কাজ করছেন।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা আন্তর্জাতিক স্থল চেক পোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের পর্যটকগণ যাতায়াত করে থাকে। গতকাল বুধবার দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তারা জানালেন পাসপোর্ট যাত্রীদের সাবান দিয়ে হাত ধৌত করে মুখে মাস্ক পরিধান করে এবং নির্ধারিত দূরত্ব বজায় রেখে পাসপোর্ট ও ব্যাগ ব্যাগেজ তল্লাশির কাজ করা হচ্ছে।
ভারত ফেরত ফরিদপুরের এক পাসপোর্ট যাত্রী শ্রী নীল কমল জানান, করোনা ভাইরাস ভারতের বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে কিন্তু তাদের কাস্টমস ইমিগ্রেশনে বা বিএসএফের পক্ষথেকে পাসপোর্ট ধারী যাত্রীদের তেমন কোন সতর্কতা মুলক ব্যাবস্থা নেওয়া চোখে পরেনি ।
দর্শনা ইমিগ্রেশন ওসি রমজান আলি জানান, করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোন লিখিত চিঠি আমরা পায়নি, তবে গতকাল বুধবার সকাল থেকে পাসপোর্ট যাত্রীদের সাবধানতা অবলম্বন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে দেশের অন্যান্য স্থল পথে যেভাবে অত্যাধুনিক চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে বলে শোনা গেছে সে তুলনায় দর্শনা ইমিগ্রেশনে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বা চিকিৎসক টিম বসানো হয়নি, এ কারনে ভাইরাসটি সনাক্ত করনে সমস্যা হতে পারে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ জানান, চেকপোস্টে সতর্কতার সাথেই কার্যক্রম চালানো হচ্ছে, তবে ভয় বা আতংকের কিছু নেই, আমাদের জেলায় এখনো করোনা ভাইরাসের কোন পজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *