স্টাফ রিপোর্টার
সবার জন্য ঈদের আনন্দ’ এ স্লোগানকে সামনে রেখে গোবিন্দপুর হিলফুল ফুজুল যুব সংগঠনের পক্ষ থেকে ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুরে অর্ধশতাধিক অস্বচ্ছ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অর্ধ শতাধিক অস্বচ্ছ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেমাই, চিনি,তেল, সাবান, শ্যাম্পু, গুঁড়ো দুধ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোবিন্দপুর হিলফুল ফুজুল যুব সংগঠনের সভাপতি এবং গোবিন্দপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম রমজান আলী বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়। আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়েই মানুষের পাশে দাঁড়ানো ও ঈদের আনন্দ ভাগাভাগির করার চেষ্টা করেছি। এ সময় আরও উপস্থিত ছিলেন, গোবিন্দপুর হিলফুল ফুজুল যুব সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ বিশ্বাস, হিসাবরক্ষক মামুন অর রশিদ, সদস্য আসলাম উদ্দিন, রুবেল, শাকিল, কামরুল, রাসেল, বাপ্পি, নাফিজ, হৃদয় জসিম, মেহেদী প্রমূখ।