স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা-১৪৩১ উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে জেলার পূজা মণ্ডপসমূহের মাঝে শুভে”ছা স্মারক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা বিশ্বাস করি, সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি সবসময় বিশ্বাস করে, রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই শারদীয় দুর্গাপূজার এই শুভক্ষণে আমরা বিএনপির পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভে”ছা জানাই। আপনাদের উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দময় হয়, সেই কামনাই করি। বর্তমান সময়ের রাজনৈতিক বৈরিতা দূর করে সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, ‘পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক সম্প্রীতির বড় উদাহরণ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য সচিব উত্তম কুমার দেবনাথ, সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় ও জেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য পবিত্র কুমার আগরওয়ালা।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর এলাকার ২০টি পূজা মণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভে”ছা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
চুয়াডাঙ্গায় দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির শুভে”ছা স্মারক বিতরণ ২০টি মন্দির কমিটির নেতাদের হাতে স্মারক ক্রেস্ট প্রদান
