চুয়াডাঙ্গায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা (GRS) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় । সেমিনারের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। 

এসময় জেলা প্রশাসক বলেন, মাঠ পর্যায়ে সরকারি সেবা গ্রহণে জনগণের অভিযোগ জানানো ও তা নিষ্পত্তির প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে অভিযোগ প্রতিকার ব্যবস্থার গুরুত্ব ও প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শারমিন আক্তার, উপ-পরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) এবং আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চুয়াডাঙ্গা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আশিস মোমতাজ, সহকারী কমিশনার (ভূমি)

অনুষ্ঠান চলাকালে সেমিনারে বিষয়ভিত্তিক একটি তথ্যবহুল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার  আশফাকুর রহমান। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *