জীবননগরে ইউএনওর উদ্যোগে সড়কের পাশে ফুলের চারা রোপণ

জীবননগর অফিস
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিনের উদ্যোগে হাসাদাহ-বেগমপুর সড়কের পাশে জারুল ফুলের চারা লাগানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন ৫টি ফুলের চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। এই সড়কের পাশে ’আগামী বৃহস্পতিবার (৫ জুন) এর মধ্যে ১০০টি ফুলের চারা লাগানো হবে বলে জানান এই কর্মকর্তা
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জীবননগরে গরমের সময় প্রচুর গরম এবং শীতের সময় অতিরিক্ত শীত থাকে। এই পবিশেষ থেকে নিস্তার পাওয়ার জন্য সড়কের পাশে জারুল, কৃষ্ণচূড়া এবং তালগাছ লাগানো উদ্যোগ নেওয়া হয়েছে। একসময় আমরা এই এলাকার দায়িত্বে থাকব না, হয়তো দুর থেকে শুনব এগুলো বড় হয়েছে ফুল ফুটেছে। এলাকার লোকজন এখানে এসে বসবে-দাঁড়াবে। এগুলো শুনে ভালো লাগবে।
ফুল গাছ লাগানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *