চুয়াডাঙ্গায় জাতীয়তাাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত, বাবু খান বিজিএমইএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় ফোরামের অভিনন্দন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল সভাটি সঞ্চালনা করেন। এসময় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম অহবায়ক মঈন উদ্দীন মঈনুল, সদস্য সিরাজুল ইসলাম (১), মো. বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার অহিদুল আলম, রুবিনা পারভীন ও মেহেদী হাসান নয়ন বক্তব্য রাখেন। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবগঠিত কমিটির সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হ
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফ বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে আগামী দিনে ফোরামের নেতৃত্বকে আরো গতিশীল ও শক্তিশালী করতে হবে। এ জন্য ফোরামের প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *