স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলাল সভাটি সঞ্চালনা করেন। এসময় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, যুগ্ম অহবায়ক মঈন উদ্দীন মঈনুল, সদস্য সিরাজুল ইসলাম (১), মো. বদিউজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার অহিদুল আলম, রুবিনা পারভীন ও মেহেদী হাসান নয়ন বক্তব্য রাখেন। সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবগঠিত কমিটির সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হ
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।
সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক আ.স.ম. আব্দুর রউফ বলেন, নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে আগামী দিনে ফোরামের নেতৃত্বকে আরো গতিশীল ও শক্তিশালী করতে হবে। এ জন্য ফোরামের প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
চুয়াডাঙ্গায় জাতীয়তাাদী আইনজীবী ফোরামের আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত, বাবু খান বিজিএমইএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ায় ফোরামের অভিনন্দন
