দামুড়হুদা প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দামুড়হুদার হাউলী ইউনিয়নে দুস্থ, অসহায় মানুষের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টার সময় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ করা হ
দামুড়হুদার হাউলী ইউনিয়ন পরিষদে সরকারি ২৬ শত ৮৮ জন অসহায় দুঃস্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণের উদ্বোধন করেন হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন।
এসময় অতিথি ছিলেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুল হক, ট্যাগ অফিসার আতিকুর রহমান, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, আব্দুল হান্নান পটু, রিকাত আলীসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। চাউল বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান।
হাউলী ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে চাউল বিতরণ
