মেহেরপুর অফিস
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য আনছার-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম ও ফয়েজ মোহাম্মদ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এম এ কে খায়রুল বাশার, আলমগীর খান ছাতু, ইলিয়াস হোসেন, মোশিউর রহমান, হাফিজুর রহমান হাফি, রোমানা আহম্মেদ, আখেরুজ্জামান, রেজাউল হক, মকবুল হোসেন মেঘলা, আফজাল উদ্দিন কালু, আব্দুল আওয়াল ও ওমর ফারুক লিটন। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদাল হক এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের সহ-সভাপতি সুলতানা জেসমিন জুঁই, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আঃ রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান, ফিরোজুর রহমান ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবক দলের রাকিবুল ইসলাম সজল, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান তপু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লেয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু ইউসুফ মিরন,পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশিউল আলম দ্বীপু, আমদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সহ জেলা বিএনপির অন্যান্য অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার গুণাবলী, তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং বহুদলীয় গণতন্ত্রের চেতনা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বই মেলার আয়োজন করেন।
মেহেরপুরে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
