মেহেরপুর অফিস
কারাগারে অসুস্থ মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামকে খুলনায় রেফার। গতকাল রবিবার দুপুরে তাকে অ্যাম্বুলেন্স যোগে খুলনায় প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর জেলা কারাগারের জেলার নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা অভ্যান্তরে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম বেশ কিছুদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শারীর অবস্থার উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তারের পরার্মশে আজ দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে খুলনায় প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে জিআর ২৬৩/২৪ মামলার অজ্ঞাত আসামী হিসেবে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বর্তমানে মেহেরপুর সদর আমলী সিনিয়র জুডিয়াশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা চলমান।
মেহেরপুর কারাগারে অসুস্থ সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালামকে খুলনায় রেফার্ড
