স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের বদরগঞ্জ বাজার নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক দুই মাদক চোরাকারবারি হলো শামিম (৩৮) ও আমিনুল ইসলাম (৩১)। এ সময় উদ্ধার করা হয় তাদের ব্যবহ্রত মোটরসাইকেল, ১০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডি
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান বেলা ৩টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মাদকদ্রব্যের একটি চালান ভারত হতে বাংলাদেশে প্রবেশ করে ঝিনাইদহ অভিমুখে গমন করবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর বাজারে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ২ জন মোটরসাইকেল আরোহীকে ঝিনাইদহ অভিমুখে যেতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী ২ জন পালানোর চেষ্টা করলে বিজিবি তাদেরকে ধাওয়া করে। একপর্যায়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের বদরগঞ্জ নয় মাইল নামক স্থান হতে তাদের আটক করে বিজিবি।
আটককৃতরা হলো- জেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের সাহাজুলের ছেলে শামিম হোসেন ও কার্পাসডাঙ্গার আব্দুস সামাদের ছেলে আমিনুল ইসলাম। পরে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা, ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪৫ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে নায়েক মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছে।
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদকব্যবসায়ী আটক
