দর্শনা অফিস
দর্শনার জয়নগর চেকপোস্ট থেকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক জিপি বিকাশ কুমার ঘোষকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিকাশ কুমার ঘোষ (৫০) ঝিনাইদহের খর্দ এলাকার বিমল কুমার ঘোষের ছেলে। বিকাশ কুমারের সাথে তার স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে
দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক তারেক হোসেন জানায়, গত ১৩ মে বিকাশ কুমার স্ত্রী সন্তানসহ জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যান। ১৭ দিন পর শনিবার বিকেলে তারা আবার চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তারা ইমিগ্রেশন শেষ করতে গেলে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, যাওয়ার সময় তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ছিলো না। গত ২০ মে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠি আমাদের কাছে এসেছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, বিকাশ কুমারে বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা রয়েছে। তাকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যে মামলায় তাকে আটক দেখানো হয়েছে, সে মামলায় তিনি জামিনে রয়েছেন।
দর্শনার জয়নগর চেকপোস্টে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা বিকাশ কুমার আটক
