পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে ৪৬২১ জন দুস্থ নারী-পুরুষের মাঝে ভিজিএফের চাউল বিতরণ

স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে নিম্ন আয়ের ৪ হাজার ৬ শত ২১ জন দুস্থ নারী পুরুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ কার্ক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে এ ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর সচিব ও নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
বিতরণকৃত এসব ভিজিএফ কার্ড এর মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৯০ টি করে ও সংরক্ষিত ৩জন মহিলা কাউন্সিলরের (বিলুপ্ত) এলাকায় ১২০টি করে এবং পৌরসভার প্রশাসকের ১ হাজার ৬২১ টি ভিজিএফ কার্ডের বিপরীতে চাউল বিতরণ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা পৌরসভা সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা চুয়াডাঙ্গায় মোট ৪ হাজার ৬২১ জন দুঃস্থ নারী পুরুষের মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিনামূল্যে এ চাউল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে যতক্ষণ না কার্ড শেষ হচ্ছে। ভিজিএফ কার্ড ধারী প্রত্যেক নারী পুরুষকে জনপ্রতি ১০ কেজি করে চাউল প্রদান করা হচ্ছে। চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর খান, চুয়াডাঙ্গা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আলী হোসেন, কনজারভেন্সি অফিসার জুবায়ের আহমেদ, কর পরিদর্শক জাহাঙ্গীর আলম, আব্দুল গনি, মাসুর আলী প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *