রবিবার থেকে মিলবে ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট

অনলাইন ডেস্ক

ঈদের আগে আগামী রবিবার (১ জুন) থেকে নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাড়া হবে। প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সীমিত পরিসরে নতুন নোট ছাড়া হবে। পরে ঢাকার কয়েকটি বাণিজ্যক ব্যাংকের শাখার মাধ্যমে নোট ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

প্রতি বছর ঈদের আগে নতুন নোট বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক। এবারে একে তো নতুন নোট, তার ওপর নতুন ডিজাইন, ফলে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

রমজানের ঈদকে কেন্দ্র করে প্রতি বছর নতুন নোটের চাহিদা থাকে। তবে গত রমজানের ঈদে নতুন নোট বাজারে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। মূলত জুলাই গণঅভ্যুত্থানের পর টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর আগের ডিজাইনের টাকা বাজারে ছাড়ার কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর কাছে যে নতুন নোট গচ্ছিত ছিল, তাও বাজারে দিতে নিষেধ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ঈদের আগে শুধু ২০, ৫০ ও ১০০০ টাকার নোট বাজারে আসছে। এ ছাড়া ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নতুন ডিজাইনের নোট ছাপা শুরু হবে ঈদের পর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *