আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় পাট চাষ ও বীজ উৎপাদন, সচেতনতা ও দক্ষতাবৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল দশটার দিকে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৭৫ জন চাষিদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হারুনার রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, যমুনা সম্পাদক বশিরুল আলম, চুয়াডাঙ্গা সদর উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন। আলমডাঙ্গা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, পাট চাষী রফিকুল ইসলাম, পাট চাষী নাসির উদ্দিন, পাট চাষী বকুল হোসেন, পাট চাষী শাহজাহান পাট চাষী আজিরন খাতুন, সাজেদা খাতুন প্রমুখ।
এতে বক্তারা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আলমডাঙ্গায় দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
