স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। এছাড়াও আসামীবিহীন যৌন উত্তেজন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিজিবি পৃথক ৫টি অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিক ও মাদক উদ্ধার করে।
৫৮ বিজিবি সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৫-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক মোঃ মুখির মুন্সী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ৬ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে পুরুষ ১ জন , নারী ৩ জন ও শিশু রয়েছে ২ জন। আটক পুরুষ নাগরিক হলেন শাহিনুর রহমান সবুজ (২৫)। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার আটলিয়া গ্রামে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ৬০০ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বটতলা মোড় হতে নায়েক অখিল চন্দ্র হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমনকালে ২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। একই দিন সোমবার রাত ৮টার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ জালাল উদ্দীন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমনকালে ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। সন্ধ্যা ৬ টার দিকে খোশালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর চার পুকুরপাড় রাস্তার উপর হতে হাবিলদার মোঃ গোলাম মাওলা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমনকালে ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ১ জন ও নারী ২ জন।
এদিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৯-এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের পান ক্ষেতের মধ্যে হতে হাবিলদার মোঃ আকরাম হোসেন এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ৪৯০ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহেশপুর সীমান্তে পারাপারের সময় ১২ বাংলাদেশী নাগরিক আটক, মাদক উদ্ধার
