চুয়াডাঙ্গায় ভূমি ব্যবস্থাপনা ‘ভূমিসেবা অটোমেশন বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ-নকশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ‘ভূমিসেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিষ মোমতাজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী, সহকারী পুলিশ সুপার তানজিদা সুলতানা, সহকারী কমিশনার নাঈমা জাহান সুমাইয়া, আব্দুর রহমান, এ.এস.এম আব্দুর রউফ শিবলু, আশফাকুর রহমান, নুরুল হুদা মনির, আলাউদ্দীন আল-আজাদ, আব্দুল্লাহ আল নাঈম, ফাহাদ চৌধুরী, মীর্জা শহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, সাংবাদিক মানিক আকবর, কামরুজ্জামান সেলিম, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক আসলাম অর্ক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা হযরত আলী সহ শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে ডিজিটাল অটোমেশন একটি সময়োপযোগী উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *