দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও এক কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃত রুবিনা খাতুন দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া গ্রামের আবুছদ্দিনের মেয়ে।
অভিযানে দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা নতুনপাড়া গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে রুবিনা (৩৫) কে ১০ বোতল ফেন্সিডিল এক কেজি গাঁজা ও ১টা ওজন পরিমাপক ডিজিটল মেশিনসহ আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১০ বোতল ফেনসিডিল, ১ কেজি গাঁজা এবং একটি পুরাতন ডিজিটাল ওজন মেশিন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ডিজিটাল মেশিন জব্দ তালিকা অনুযায়ী আইনগতভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় রুবিনা খাতুনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।