গাজায় আশ্রয়কেন্দ্রে হামলা, সাংবাদিকসহ নিহত ২৫

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আশ্রয়কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছেন।

এতে আরো বলা হয়, ইসরায়েল বাহিনীর হামলার শিকার আশ্রয়কেন্দ্রটি মূলত স্কুল এবং সেখানে বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। নিহত ২৫ জনের মধ্যে দুজন রেড ক্রসকর্মী, একজন সাংবাদিক এবং একাধিক শিশু রয়েছে।

এদিকে গাজায় বোমাবর্ষণ ও স্থল অভিযান আরো বাড়িয়েছে ইসরায়েল। এতে মাত্র এক সপ্তাহেই প্রাণ হারিয়েছেন ৬০০ জনের বেশি।

অন্যদিকে প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের ফলে গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করেছে, অল্প সময়ের মধ্যেই হাজার হাজার শিশু অনাহারে মারা যেতে পারে।

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) বলছে, বর্তমানে গাজায় ৭০ হাজারেরও বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের ১৯ মাসের হামলায় এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ৩১ শতাংশই শিশু।

গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার ৭৭ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরাইল। এসব এলাকা থেকে চলে যেতে বলা হয় ফিলিস্তিনিদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *