জীবননগর অফিস
জীবননগর উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা আবু জাফর সরকারি খাস জমিতে অস্থায়ীভাবে মাটি রাখার দায়ে নিজের দোষ স্বীকার করে লিখিত মুচলেকা প্রদান করেছেন। মুচলেকায় তিনি উল্লেখ করেন, “সরকারি খাস জমিতে মাটি রাখা একটি আইনগত অপরাধ, যা অনিচ্ছাকৃতভাবে সংঘটিত হয়েছে। ভবিষ্যতে এমন কাজ পুনরায় করবো না এবং অচিরেই খাস জমি থেকে মাটি অপসারণ করবো।”
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহ্বুবা মঞ্জুর মৌনা বলেন, “এ ধরনের সচেতনতা ও আত্মস্বীকৃতি অন্যদের জন্য দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।”
স্থানীয় প্রশাসন আবু জাফরের এ ধরনের দায়িত্বশীল আচরণকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।