১২০ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করলো ৫৮ বিজিবি

স্টাফ রিপোর্টার
মহেশপুরে ৫৮ বিজিবির আয়োজনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন কার্যালয়ে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, কোকেন, ক্রিষ্টাল, মেথ আইস, এলএসডি, ভায়াগ্রা ট্যাবলেট, ভারতীয় ঔষধ, বাংলাদেশী ঔষধ। ১ বছর ৪ মাস ধরে বিভিন্ন সীমান্ত থেকে উপরোক্ত মাদকদ্রব্যগুলো আটক করা হয়। ধ্বংসকৃত মাদকের মূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হজার ২০২ টাক
৫৮ বিজিবির সহাকারী পরিচালক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, এ উপলক্ষে মহেশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির পিএসসি। মাদকদ্রব্য ধ্বংসকরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব পিএসসি, ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি, ঝিনাইদহ জেলা প্রশাসনের কর্মকর্তা, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা , চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অথিতিরা উপ¯ি’ত ছিলেন।


পরে প্রধান অতিথি বিজিবির যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির পিএসসিসহ অথিতিরা মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্ধোধন করেন। এরপর রোড রোলার দিয়ে ও আগুনে পুড়িয়ে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল- ২৫, হাজার ৮১৩ বোতল, ভারতীয় মদ-৩৮ হাজার ৯৮০ বোতল, গাঁজা- ১৩০ কেজি ৯৫১ গ্রাম , ইয়াবা-৬৫ হাজার ৯৭৪ পিস, হেরোইন-৩৬কেজি ৭৯১ গ্রাম, কোকেন-৭৮ কেজি ৯৪০ গ্রাম , ক্রিষ্টাল মেথ আইস-৬ কেজি ২৯৯ গ্রাম, এলএসডি-২৯ বোতল, ভায়াগ্রা ট্যাবলেট-২১ হাজার ৩১৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট-৩ হাজার ৭০ পিস, ভারতীয় ঔষধ-৯, হাজার ৮৪৫ পিস এবং বাংলাদেশী ঔষধ-৯ হাজার ৯৬০ পিস ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্য এবং ঔষধ এর সর্বমোট মূল্য-১১৯, কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।
প্রসংগত- ২০২৪ বছরের ১ ফেব্রুয়ারী থেকে ২২ মে ২০২৫ সাল পর্যন্ত ৫৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে উপরোক্ত মাদকদ্রব্য আটক করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *