স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দু দেশে পারাপারের সময় ২০ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিজিবি পৃথক ৫টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে ১৪ জন ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছিলো। আর বাংলাদেশ থেকে ৬ জন ভারতে যাওয়ার প্রস্ততি নিচ্ছিল। এছাড়াও পৃথক অপর অভিযানে বিস্ফোরক দ্রব্য ও চশমা উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে গয়েশপুর বিওপি’র মেইন পিলার-৬৭/এমপি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মাঠে মোঃ লতিফ মিয়া এর আমবাগানের ভিতর হতে নায়েব সুবেদার মোঃ আব্দুল করিম খান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ৮৭ পিচ চশমা এবং ১২৯ পিচ আতশবাজি উদ্ধার করা হয়।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ মিন্টু হোসেন এর আম বাগান হতে নায়েক মোঃ জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করার সময় ১ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন সকাল ১০টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বটতলা মোড় হতে নায়ক অখিল চন্দ্র হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ অনুপ্রবেশ করার সময় ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতরা হলো বিপ্র মন্ডল (৩২) , বিপ্লব বিশ^াস (২৪) এ দুই জনের বাড়ি মাগুড়া জেলার শালিখা উপজেলার চতিয়া গ্রামে। অপর সৌরভ বিশ^াস (২৭) এর বাড় ঝিনাইদহ সদরের পন্ডিতুপর গ্রামে। অপরদিকে বেলা ১২টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৫-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রাম হতে হাবিলদার কাজী আবেদ আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করার সময় ২ জন নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৫-আর হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রাম হতে হাবিলদার আব্দুর রশিদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ১ জন , নারী ৮ জন ও শিশু ২ জন। পুরুষ নাগরিকের নাম রাব্বি তালুকদার (২৪), বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার বিষ্ণপুর গ্রামে। এছাড়া একই দিন রাত সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ২০০ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় হতে হাবিলদার ফেরদৌস আলী মন্ডল এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করার সময় ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।