আলমডাঙ্গা পৌরসভার ৪০ বছর পূর্তিতে র‌্যালি ও কেক কাটার মাধ্যমে পালিত

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পৌরসভা চত্বরে কেক কেটে শুভ দিনের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম। তিনি বলেন, “আলমডাঙ্গা পৌরসভা বিগত ৪০ বছরে নাগরিক সেবার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা বিশ্বাস করি, জনসেবার এই ধারা আরও বেগবান হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আউয়াল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং হিসাব রক্ষক কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাসসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই পৌরসভার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে উন্নত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত আলমডাঙ্গা পৌরসভা বর্তমানে চুয়াডাঙ্গা জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ পৌরসভা হিসেবে পরিচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *