সেচ্ছাসেবী সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বিনামূল্যে শরবত বিতরণ কর্মসূচি

আজ ১৩ মে তীব্র গরমে একটু সস্থি দেওয়ার উদ্দেশ্যে নগরীর কর্ণলহাট মোড় ওভার ব্রিজের নিচে Mostafa Hakim Blood Bank এর আয়োজনে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় ৪০০ এর অধিক পথচারীদের নিয়ে শরবত বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বর্তমানে দেশের গরম পরিস্থিতি সবার জানা, কাজের ব্যস্ততা নিয়ে বের হলেও আবার বাসায় ফিরি কিন্তু এই তীব্র গরমে কিছু মানুষ যারা পেটের তাগিদে সারাদিন বাইরে থাকতে হয় কেননা সেই মানুষটির আয়ের উপর নির্ভর করে তার পরিবারের সংসার চলা, যেখানে কিছু টাকা আয় করতে হিমশিম খেতে হয় সেখানে ১০ টাকা দিয়ে এক গ্লাস শরবত অনেক ব্যায় বহুল বিষয়! আর এই অসচেতন অস্বাস্থ্যকর পরিবেশে বাহিরের শরবত গুলো শরীরের জন্য ক্ষতি হয়।

স্বাস্থ্য সম্মত পরিবেশ বজায় রেখে আমাদের আজকের এই শরবত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।১২৫ লিটার বিশুদ্ধ খাওয়ার পানি, লেবু, বিশুদ্ধ বরফ ,চিনি,ট্যাংক,লবণ ইত্যাদি মিশ্রণে এই শরবত তৈরি করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ- সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস,সাংগঠনিক আরফান হামিম সিয়াম, আইসিটি মিডিয়া নাদিম শেখ, ব্লাড ডিপার্টমেন্ট রোবেয়া সিদ্দিকা, নির্বাহী সদস্য আরমান কাদের, ইসরাত জাহান নাঈমা,সুমাইয়া আক্তার হ্যাপি,ফারহানা আক্তার নওরিন,তাবাসসুম ইসমাত তারিন।
১০ জন সদস্যর উপস্থিতিতে আজকের এই প্রজেক্ট সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *