স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা শহরের রেলবাজার ফ্লাইওভারের নিচ থেকে রড চুরি করে পালানোর সময় একজনকে গণপিটুনি দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে চাঁদমারি মাঠের ঘটনাটি ঘটে। চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়ার নিলার মোড়ের বাসিন্দা সলেমানের ছেলে শামিম বেশ কিছুদিন ধরে রডসহ অন্যান্য সামগ্রী চুরি করে আসছিলো। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে শামিম ফ্লাইওভারের নিচ থেকে কয়েক টুকরা রড ইজিবাইকে তুলে নেয়। বিষয়টি নির্মাণাধীন ফ্লাইওভারের কর্মিরা দেখে ফেলে শামিমকে ধাওয়া দেয়। শামিম দ্রুতবেগে অটো নিয়ে পালাতে থাকে। এ সময় রাস্তায় এক মোটরসাইকেল চালককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পিছু ধাওয়া করে চাঁদমারি মাঠ গিয়ে অটোসহ শামিমকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা । পরে আশংকাজনক অবস্থায় শামিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রেলবাজার ফ্লাইওভারের নিচ থেকে রড চুরি করে পালানোর সময় একজনকে গণপিটুনি
