আলমডাঙ্গায় নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার আনন্দধামে আদালতের স্থিতাবস্থা অমান্য করে সন্ত্রাসী কায়দায় জমি দখল করে রাতারাতি বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।  এ ঘটনায় প্রতিবাদ করায় প্রতিপক্ষের নিকট থেকে হুমকির শিকার হয়েছে ভুক্তভোগী পরিবার। এছাড়া আদালতের স্থিতাবস্থা উপেক্ষা করেই নির্মাণ কাজ চলমান থাকলেও প্রশাসনের পক্ষ নেওয়া হচ্ছে না কোন পদক্ষেপ। এতে বিপাকে পড়েছে সাবেক সেনা সদস্য মিজানুর রহমান মুসা। এতে পরিবারের সদস্যরা হতাশায় ভুগছেন। এ ঘটনায় আদালতের আদেশের কপি সংযুক্ত করে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

               এবিষয়ে ভুক্তভোগী মিজানুর রহমান মুছা জানান, তার মালিকানাধীন কলেজপাড়ার দোকান ঘর ও বসতবাড়ি তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তহমিনা খাতুনের নিকট থেকে ৯৭৮৬ নং হেবা দলিলের মাধ্যমে ২০১৪ সালে তিনি উক্ত জমি ক্রয় করেন। জমির খাজনা নিয়মিত পরিশোধ করে সার্টিফিকেট কেস মূলে বৈধ দখল প্রতিষ্ঠিত রয়েছে। তবে কিছুদিন ধরে গোলাপ হোসেন ও তার সহযোগীরা জমি দখলের চেষ্টা করছে।

               তিনি আরো বলেন, গত ৮ এপ্রিল সকালের দিকে গোলাপ হোসেন ও তার সন্ত্রাসী কায়দায় কিছু লোকজন নিয়ে দোকানে হামলা চালায় এবং দোকান ঘরের মালামাল ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় মিজানুর রহমান ও তার স্ত্রী শিল্পি খাতুন বাধা দিলে তাদের বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার বিষয়টি আদালতের শরণাপন্ন হয়ে ১৪৫(১) ধারায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আবেদনপত্রে জমির শান্তিপূর্ণ দখল রক্ষা ও আইনশৃঙ্খলা বিঘ্নের আশঙ্কায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

               কিন্তু আদালতে আবেদন চলাকালীনও গোলাপ হোসেন গং প্রকাশ্যে আদালতের আদেশ ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতারাতি সেখানে নির্মাণ কাজ শুরু করে দিয়েছেন।

অভিযুক্ত গোলাপ হোসেনের নিকট জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, আমার জমিতে আমি বাড়ি বানাচ্ছি তাতে সমস্যা কিসে। আদালতের আদেশ আমি মানি না।  এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *