আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে গতকাল সোমবার বিকেল ৪ টার সময় উপজেলা কার্যালয়ে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। অ্যাডভোকেট রাসেল বলেন এ দেশে সৎ, দক্ষ, আদর্শ চরিত্রবান নেতৃত্বের খুবই অভাব। জামায়াত সৎ আদর্শবান দক্ষ, একদল নেতৃত্ব তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এর জন্য প্রতিটি ইউনিয়নে যোগ্যতা সম্পন্ন মানুষেরা মানব কল্যানে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তাই আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে ইসলামের পক্ষে দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি ছিলেন- জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু, নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, সভায় বিগত এপ্রিল মাসের রিপোর্টের পর্যালোচনা, কার্যবিবরণী পাঠ, অনুমোদন ও বিভিন্ন ইউনিয়নের কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাপ্ত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী মুহা. মামুন রেজা।