আলমডাঙ্গার আইলহাঁস বাজারের হোমিওপ্যাথি ডাক্তারখানা থেকে ৪৮ বোতল হোমিওপ্যাথিক এলকোহলসহ ডাক্তার আসানুরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ঘোলদাড়ি পুলিশ ক্যাম্পের আইসি প্রদীপ কুমার অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, আইলহাঁস গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে আসানুর রহমান হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে রোগী দেখেন। তিনি চিকিৎসার আড়ালে হোমিওপ্যাথিক এলকোহল বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৪৮ বোতল এলকোহলসহ চিকিৎসক আসানুরকে গ্রেফতার করা হয়েছে। এসআই প্রদীপ কুমার জানান,আলমডাঙ্গা থানায় হোমিও চিকিৎসক আসানুনের নামে মামলা দায়ের হয়েছে।