জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

জীবননগর অফিস

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিতা খাতুন(৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনোহরপুর আবাসন প্রকল্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত মিতা খাতুন মনোহরপুর আবাসন প্রকল্পের বাসিন্দা মধু শেখের মেয়ে। সে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির বাথরুমের দরজা খোলার সময় অসাবধানতাবশত বিদ্যুতের খোলা তারে হাত পড়ে যায় মিতার। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *