স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গার সিনেমা হলপাড়ার কৃতিসন্তান মোসলেহ উদ্দিন আহমেদকে শাহজালাল ইসলামী ব্যাংক- পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে তিন বছরের জন্য আবারো নিয়োগ দেয়া হয়েছে । মোসলেহ উদ্দিন আহমেদ চুয়াডাঙ্গার সিনেমা হলপাড়ার মহিউদ্দিন বিশ^াস ও জোহরা খাতুনের ছোট ছেলে। তিনি ১৯৮৩ সালে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি ও ১৯৮৫ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহী বিআইটি থেকে ইলেকট্রনিক্স বিভাগে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ^বিদ্যালয়র আইবিএম থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। এরপর ব্যাংক সেক্টরে চাকরী শুরু করেন। শাহজালাল ইসলামী ব্যাংকে বিগত তিন বছর যাবত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে দায়িত্বরত আছেন। এর আগে মোসলেহ উদ্দিন আহমেদ এনসিসি ব্যাংকেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বেশ কয়েকটি ব্যাংকের উর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসেবে (২০২৫-২০২৮) মোসলেহ উদ্দিন আহমেদ নিয়োগ পাওয়া এসএসসি -১৯৮৩ চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুুিবলি সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের পক্ষ থেকে অ্যাড. রফিকুল ইসলাম, অধ্যক্ষ ইমরুল কাদির , ডিসিআই গোলাম ফারুক ও জোনারুল ইসলাম আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।