আলমডাঙ্গা প্রতিনিধি
আলমডাঙ্গায় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উৎযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর গোবিন্দপুর মাঠ পাড়ায় আলা উদ্দিন আহমেদ পাঠাগারের অস্থায়ী কার্যালয়ে আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি শিক্ষক, কবি ও সাহিত্যিক এম. জামিরুল ইসলাম খান জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর আলী। আলা উদ্দিন আহমেদ পাঠাগার পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ সেক্রেটারি কবি হাবিবুর রহমান মজুমদার, সদস্য কবি এম সিদ্দিকুর রহমান, কবি আঃ খালেক,কবি মহোসীনুজ্জামান চাঁদ, রফিকুল ইসলাম, অহর উদ্দিন প্রমুখ।