গাংনীতে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর সিন্দুর কৌটা ও তেরাইল নামক স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। চলন্ত মোটরসাইকেলের পিছনে অপর মোটরসাইকেলের ধাক্কায় তিন জন আহত হয়। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হলে পথিমধ্যে বিকেল ৪ টার দিকে সোহাগ হোসেন (৪৬) নামের আহত মোটরসাইকেল আরোহী মারা যায়। নিহত সোহাগ হোসেন গাংনী উপজেলার হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
জানাগেছে- মোটরসাইকেল দুর্ঘটনায় গাংনী পল্লী সহায়ক ব্যাংকের মাঠকর্মী তেতুঁলবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হোসেন(৩৮), কাজিপুরের বুড়িপোতা পাড়ার আলী হোসেনের ছেলে তারিক (৪০) ও হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে সোহাগ (৪৬) আহত হয়। এদের মধ্যে আহত তারিক ও সোহাগের অবস্থা গুরুতর।
আহত সুত্রে জানা গেছে, আমজাদ হোসেন তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে বামন্দী যাচ্ছিলেন। তেরাইল নামক স্থানে পৌছুলে সোহাগ ও তারিকের মোটর সাইকেলটি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিন জনই রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এদের মধ্যে সোহাগ ও তারিককে কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলাম জানান, আহতদের মধ্যে তারিক ও সোহাগের অবস্থা গুরুতর। তাদের চোখ ও মাথায় বেশি আঘাত লেগেছে। অচেতন অবস্থায় তারিক ও সোহাগকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে দুপুর তিনটার সময় এ উপজেলার কামারখালি- সিন্দুরকৌটা ব্রীজের পাশ দিয়ে সাইকেল যোগে বামন্দী যাচ্ছিল শিশু মোস্তাফিজুর রহমান(১১)। এসময় বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া নেয়ার পথে মারা যায় মোস্তাফিজ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জনান, পৃথক দুর্ঘটনায় ৪ জন আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্ব আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *