ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা। মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভা চলছে।

জানা গেছে, সভায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, তাদের গৃহীত পদক্ষেপ নিয়ে অবহিত করেন প্রধান উপদেষ্টার কাছে। সেইসঙ্গে দেশের চলমান ও সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় সভায়।

অপরদিকে, বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *