আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত আটক

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার লক্ষীপুর থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণের দেশি – বিদেশি আগ্নেয়াস্ত্র সহ ৬ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি ওয়াকিটকি, পুলিশ জ্যাকেট, তালা কাঁটার যন্ত্র, ইয়াবা ও ১টি ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭ নাম্বারের মাইক্রোবাস উদ্ধার করা হয়। আজ সোমবার ভোর রাত ৪ টার দিকে ঘটনাটি ঘটে।

সোমবার দুপুরে পুলিশ মিডিয়া সেলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আলমডাঙ্গার লক্ষীপুর বাজারে আব্দুর রাজ্জাকের তেলের দোকানের সামনে অস্ত্রসস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে মাইক্রোবাস সহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ মাইক্রোবাসটি ঘিরে ফেলে। মাইক্রোবাসের ভিতরে থাকা সস্ত্রাসীরা নিজেদের কে প্রাথমিক ভাবে ডিবি পুলিশ পরিচয় দান করে। তাদের পরিচয় সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাইক্রোবাসে থাকা সন্ত্রাসীরা পুলিশ এর উপর আক্রমন করার চেষ্টা করে। এ সময় পুলিশ মাইক্রোবাস সহ ৬ ডাকাতকে আটক করে। এ আটককৃতরা হলো কুষ্টিয়া কন্দরপুদিয়া গ্রামের বাবর আলীর পুত্র রুবেল রানা(২৯), আহাদনগরের কাছেদের পুত্র আজিজুর মন্ডল(৩৬), জোড়াপুকুরিয়ার সাইফুল ইসলামের পুত্র শিলন মোল্লা(২১), ঝিনাইদহ জেলার কাদিখালী রামচন্দ্রপুর গ্রামের কদম আলীর পুত্র মিঠু(৩০), বদর উদ্দিন মন্ডলের পুত্র মনিরুল ইসলাম(৪০), ও মধুপুর উত্তরপাড়ার মহাসিন শেখের পুত্র মারুফ শেখ(২০)। এদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা রুজু করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। আগামীকাল মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *