ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের শাহপুর-ঘিঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন (৫৫) জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে মহেশপুর শহর থেকে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। তিনি শাহপুর-ঘিঘাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক চালককে শনাক্তের চেষ্টা চলছে।