আলমডাঙ্গায় জিকে ক্যানেলে আজ অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার জিকে ক্যানেলে আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা। সকল শ্রেণি পেশার মানুষের রেজিষ্ট্রেশন উন্মুক্ত করেছে। সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে শত শত মানুষ করেছে রেজিষ্ট্রেশন, যা অব্যাহত রয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে টকিজ সিনেমা হল জিকে ক্যানেলে আজ ৫ ই মে সোমবার বিকাল ৩টায় বাজবে সাঁতার প্রতিযোগিতার বাঁশি। ২’শ টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করলেই পাওয়া যাবে ১ টি আকর্ষণীয় টি শার্ট, ১ টি ক্যাপ ও নাস্তা। আর সাঁতার প্রতিযোগিতায় ১ম পুরস্কার নগদ ৫ হাজার, ২য় পুরস্কার ৩ হাজার, ৩য় পুরস্কার নগদ ২ হাজার টাকাসহ সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী। অন্যদিকে প্রথম ১০ জন পাবে ক্রেস্ট ও উপহার সামগ্রী। অপরদিকে ফিনিশিং লাইন অতিক্রমকারী সকলেই পাবে ১টি করে মেডেল। রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে মন্ডল স্পোর্টস, সুজন কম্পিউটার, জেস কম্পিউটার, আল মদিনা ক্লিনিক, ডিজাইন সলিউশন ঐশি স্টোর ও এ আর টাইলস, আলমডাঙ্গা। আলমডাঙ্গার ঐতিহ্যবাহী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত। চারতলা /বইবিতান সোজা ক্যানাল এর এক পাশ থেকে শুরু হয়ে অন্য পাশ থেকে ঘুরে আবার একইস্থানে শেষ হবে। দূরত্ব হবে ৫০০ মিটার ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *