স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ভারত হতে অবৈধ অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশি নাগরিক আটক করেছে। আটককৃতদের মধ্যে ০৫ জন পুরুষ ০৪ জন নারী এবং ০১ জন শিশু রয়েছে। গতকাল রবিবার ভোর রাতে মেহেরপুর জেলার ভবেরপাড়া বাজার এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। বিকাল ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান।
বিজিবি জানায়, মুজিবনগর সীমান্ত পিলার নং ১০৫ হতে ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপুর জেলার ভবেরপাড়া বাজার এলাকা দিয়ে ভারত হতে অবৈধভাবে ১০ বাংলাদেশী নাগরিক প্রবেশ করে। এ সময় বিওপির একটি টহলদল তাদেরকে আটক করে। পরে আটককৃতদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে হাবিলদার বাবুল হোসেন বাদী হয়ে পাসপোর্ট অধ্যাদেশ আইন-১৯৭৩ এর ধারায় এজাহার দায়ের করেন।
ভারত হতে অবৈধ অনুপ্রবেশকালে আটককৃতরা হলো, যশোর জেলার পুলেরহাট এলাকার সাইফুল হাসান, সাতক্ষিরা জেলার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের প্রজেনজিৎ দাশ, মাদারিপুর জেলার রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বিল্লাল শেখ, যশোর জেলার সাড়সা থানার কন্যাদা গ্রামের তারিকুল ইসলাম, খুলনা জেলার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের সেজুতি রায়, নড়াইল জেলার পাংকোবিলা গ্রামের অর্চনা রানি সরকার, যশোর জেলার নওয়াপাড়া থানার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস। তাদের মধ্যে একজন শিশু রয়েছে।
স্থানীয় তথ্য মতে, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। সাজা ভোগ শেষে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে তাদের একত্র করে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে মুজিবনগরের ভবেরপাড়া সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। সীমান্ত পার হওয়ার পর বিজিবি তাদের আটক করে তল্লাশি শেষে ক্যাম্পে নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ৯ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে বিএসএফ সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দিয়েছে।
মেহেরপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কালে ১০ বাংলাদেশি নারী-পুরুষ আটক
