স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে মানিকদি পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে নিজ বাড়িতে দূর্ঘটনাটি ঘটে। দুই ছেলে-মেয়ের মধ্যে আফফান ছিল ছোট। একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিহত শিশু আফফান হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ এলাকার মানিকদিহিপাড়ার সোনালী ব্যাংকের কর্মচারি আরিফ হোসেনের ছেলে।
এলাকাবাসী আবু ওবাইদা জানান, দুপুরে বাড়ির উঠানে কলপাড়ে পিতা আরিফ হোসেন গোসল করছিলেন। পাশেই বৈদ্যুতিক মোটর চলছিল। এ সময় শিশু আফফান খেলতে খেলতে লিকেজ থাকা মোটরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়। বিষয়টিটের পেলে পিতা আরিফ দ্রুত ছেলেকে উদ্ধার করে। পরে এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শিশু আফফানকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আছে। রাত ৯টায় মানিকদিহি গোরস্থানে নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
ডিঙ্গেদহের মানিকদি পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক শিশুর করুন মৃত্যু
