স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিজিবি পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মহেশপুর থানা হেফাজতে প্রেরণ করা হয়েছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত মেইন পিলার-৬০/৩৩-আর হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামে নায়েক অখিল চন্দ্র হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধপথে ভারতে যাওয়ার সময় বিজিবি ২ বাংলাদেশী নাগরিককে আটক করে। তারা দুই জনই নারী। এদিকে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত মেইন পিলার-৬০/৩৩-আর হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের উপর হতে হাবিলদার মোঃ সাইফুর রহমান নিয়মিত টহল পরিচালনা করেন। যশোর জেলার বসুন্দিয়া এলাকার ৪ জন ওই মাঠে অবস্থান করছিল। তারা বিনা পাসপোর্টে ভারতে যাবার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১ পুরুষ ও ৩ জন নারী।
মহেশপুরে ৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক
