দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযানে হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা


স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরি ও সংরক্ষণ করায় হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল রবিবার বেলা ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দামুড়হুদা বাজারে এ অভিযান পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিকার সুত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে দামুড়হুদা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে হোটেল, ফলের দোকান, ঔষধ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারী পণ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৩ অনুসারে এনামুল হক এর প্রতিষ্ঠান মেসার্স হাসিনা ফুড ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ত্রুটি সংশোধনের জন্য আজ সোমবার ২৮ এপ্রিল পর্যন্ত সময় দেয়া হয়।
এদিকে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে বাজারের ব্যবসাদারদের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান ও জেলা জেলা পুলিশের একটি টিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *