মেহেরপুর অফিস
মেহেরপুর-২ (গাংনী) আসনের মনোনয়ন পুনরায় বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকেরা অপ্রত্যাশিত মনোনয়ন বাতিল করার আহবান জানান।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাডাম সুমন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, পৌর যুবদলের সদস্য সচিব ইনামুল হক। এছাড়াও ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ওয়াহেদ বেল্টুসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আজ দেশের গণহত্যা চালানো খুনি শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে তাই সারাদেশে আনন্দের বন্যা বইছে। বক্তারা আরও বলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনে যেভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তা দলীয় জনমতের পরিপন্থী। আমরা এই মনোনয়ন অনতিবিলম্বে পুনরায় বিবেচনা করার দাবি করছি।



