স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের কার্যনির্বাহী পদে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় পৌর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সহ-সভাপতি বদর উদ্দিন বাদল, খাইরুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান মোল্লা সহ ওয়ার্ড সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।



