ফুলবাড়িয়ায় পাখি শিকার দমনে অভিযান, জাল-সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস

পদ্মবিলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়িয়া মাঠে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। এ সময় পাখি শিকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং জনসম্মুখে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। রোববার বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করে পবিরবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ। এলাকাবাসী

সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়িয়া মাঠে এক দল শিকারী পাখি শিকারের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখে। পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। তার কিছুক্ষণের মধ্যে সংগঠনের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। সেই সাথে বিষয়টি বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ দ্রুত সদর থানায় জানালে সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এস আই ওলিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হন। সেই সাথে শংকরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান  মহিউল আলম সুজনসহ  স্থানীয় মেম্বার এবং গ্রাম পুলিশ উপস্থিত হন।

সংগঠনের সভাপতি বলেন, পাখি হলো প্রকৃতির অলংকার।  আর এই শীতের শুরুতে কিছু অসাধু পাখি শিকারীর দল মক্ত হয়ে উঠেছে পাখি শিকারে। আমরা জানতে পারি ফুলবাড়িয়া মাঠে শিকারীরা পাখি শিকারের উদ্দেশ্যে জাল বিছিয়ে রাখে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৬০০ গজের জাল ও শিকারে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছি। তবে সবচেয়ে বেশী কষ্ট পেয়েছি জালের মাঝে ৯টি মৃত পাখি দেখে। আমরা দীর্ঘদিন যাবত পাখি শিকারীদের বিরুদ্ধে সোচ্চার ও প্রচারণা করছি। তারপরও এভাবে নিরবে পাখি শিকার হচ্ছে। আজ প্রায় কোমর পানিতে নেমে সংগঠনের সদস্যরা এই জালগুলো উদ্ধার করে। আমরা জালগুলো স্থানীয় ফুলবাড়িয়া গ্রামের চার রাস্তার মোড়ে নিয়ে আসি এবং সকলের সামনে মৃত পাখি গুলো নিয়ে জন সচেতনতা সৃষ্টি করি। সকলের অনুমতিক্রমে স্থানীয় মেম্বার, পুলিশ বাহিনীর সম্মুখে জালগুলো পুড়িয়ে ফেলা হয় ও অন্য সরঞ্জাম গুলো বিনষ্ট করা হয়। মৃত পাখিগুলো মাটিতে পুতে ফেলা হয় এবং উদ্ধারকৃত জীবিত পাখিটি সকলের সম্মুখে অবমুক্ত করা হয়। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কে তার দ্রুত পদক্ষেপে আমাদের কাজ টি সহজ হয়েছে।

সরোজগঞ্জ পুলিশ ফাড়ি এস আই ওলিয়ার রহমান বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসি এবং জালে ৯টি মৃত পাখি দেখতে পাই।  তাছাড়া প্রায় ৬শ গজের মত জাল দেখতে পায়। সেখানে পাখি শিকারী কে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা করবো পাখি শিকারী সনাক্তকরণে। ধন্যবাদ জানায় বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনের সভাপতি ও সদ্যসদের তাদের অক্লান্ত পরিশ্রমে পাখি শিকারীর সরঞ্জামাদি বিনষ্ট করা হয়। অভিযানে সংগঠনের হাসানুজ্জামান রিগান, বায়জিদ, সতেজ, শাহাবুল, আলমাছ ও স্থানিয় ০১ নং ওয়ার্ডের মেম্বার দুলু, পুলিশ ও স্থানীয় সাংবাদিক,  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণে সংগঠনের অভিযান কে সাধুবাদ জানান এলাকার সুধীমহল। সেই সাথে এই ধরনের অভিযান নিয়মিত চালনার জন্য অনুরোধ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *