মেহেরপুর অফিস
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বোলিত লিফলেট বিতরণ করেছে মেহেরপুর বিএনপি। রবিবার বিকেলে গাংনী উপজেলার বামুন্দি বাজারে সাধারণ মানুষদের হাতে লিফলেট তুলে দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় তিনি সাধারণ মানুষদের কাছে বিএনপি ঘোষিত ৩১ দফা সমূহ তুলে ধরেন। লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভিন, বামুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এসময় সেখানে উপস্থিত ছিলেন।



