ঝিনাইদহ অফিস
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের কারণে দেশের সাধারণ মানুষ ভোট নিয়ে বিভ্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন। গণসংযোগে ডাকবাংলা বাজারে সর্বস্তরের জনগনের কাছে গিয়ে লিফলেট সহ তার নির্বাচনের প্রচারণা চালান তিনি। এ সময় ডাকবাংলা বাজারের বিভিন্ন দোকান ব্যাবসায়ীদের কাছে গিয়ে তাদের সাথে মতবিনিময় করেন শোনের তাদের জমে থাকা কষ্টের কথাগুলো। জনগণ বলেন আমরা নতুন প্রজন্মের প্রতি আশাবাদী দেশের জন্য ভালো কিছু করতে হবে। সে সময় গণসংযোগে উপস্থিত ছিলেন, শাখাওয়াত হোসেন সভাপতি জেলা গণঅধিকার পরিষদ, ইকবাল জাহিদ রাজন সাধারণ সম্পাদক, হালিম পারভেজ সদর উপজেলা গণঅধিকার পরিষদ, রাকিব হাসান সভাপতি পরিষদ যুব অধিকার পরিষদ, মিশন আলী সাংগঠনিক সম্পাদক জেলা যুবা অধিকার পরিষদ, আব্দুল্লাহ আল মামুন সভাপতি ছাত্র অধিকার পরিষদ।
গণসংযোগ শেষে সাংবাদিকদের বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে একসাথে কাজ করতে হবে। নির্বাচন ছাড়া রাষ্ট্রের কোনো উন্নয়ন সংস্কার করা সম্ভব নয়। তিনি আরো বলেন ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের শান্তিতে রাখতে চায় না। ন্যায়্য ও সমতার ভিত্তিতে সিদ্ধান্ত নিলে বিএনপির সাথে নির্বাচনে জোট করবে বলেও জানান তিনি।



